ভায়োকানোর হয়ে লা লিগায় ফিরলেন রড্রিগুয়েজ

কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদের সাবেক প্লেমেকার হামেস রড্রিগুয়েজকে ফ্রি-এজেন্টে দলে ভিড়িয়েছে রায়ো ভায়োকানো।
৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ প্লেমেকার এবারের গ্রীষ্মে কোপা আমেরিকায় রানার্স-আপ কলম্বিয়ান দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তিনি। সম্প্রতি ব্রাজিলিয়ান দল সাও পাওলোর সাথে চুক্তি বাতিল করে মাদ্রিদ ক্লাব রায়োতে যোগ দিয়েছেন। এ বছর রায়ো ক্লাবের শতবর্ষ পালন করছে।
স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তারকা এই স্ট্রাইকারকে একটি বিশেষ মৌসুমে রায়ো দলে ভিড়িয়েছেন। ক্লাব ইতিহাসে এটি শততম বছর পালন করছে। সাহসিকতা ও ঐতিহ্যের দিক থেকে রায়ো নিজেদের সবসময়ই প্রমানের চেস্টা করেছে।’
২০১৪ বিশ^কাপে গোল্ডেন বুট জয়ী রড্রিগুয়েজ মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেলেন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন।
তারকা এই কলম্বিয়ান ২০২০ সালে মাদ্রিদ ছাড়ার আগে দুই বছর ধারে বায়ার্ন মিউনিখে খেলেছেন। ২০২৩ সালে সাও পাওলোতে যাবার আগে কাতার ও গ্রীসেও খেলেছেন রড্রিগুয়েজ। (বাসস/এএফপি)