ধর্মশালায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা। দিবারাত্রির ম্যাচে শুরু থেকেই ছিল শ্রীলঙ্কার দাপট। লঙ্কান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা এতটাই অসহায় ছিলেন যে ম্যাচের বেশিরভাগ অংশই অনুষ্ঠিত হয়েছে দিনের আলোয়।
টস জিতে প্রথম ভারতকে ব্যাট করতে পাঠিয়ে সিদ্ধান্তটি যে ভুল হয়নি, সেটি প্রমাণে মোটেও দেরি করেননি লঙ্কান বোলাররা। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। দলটি পঞ্চম উইকেট হারায় মাত্র ১৬ রানে। দলীয় স্কোর ত্রিশে পৌঁছানোর আগেই সাতজন ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।
তবে আবারও ত্রাতা হয়ে আবির্ভূত হন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চার উইকেটের পতনের পর ক্রিজে নেমে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। ৮৭ বল মোকাবেলা করে ৬৫ রান করার পর দশম ব্যাটসম্যান হিসেবে ধোনি প্যাভিলিয়নের পথ ধরলে থামে ভারতের ইনিংস, মাত্র ১১২ রানে। ধোনি ছাড়া আর মাত্র দুজন ব্যাটসম্যানের রান ছুঁয়েছে দুই অঙ্ক।
শ্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমল চারটি উইকেট শিকার করেন। এছাড়া নুয়ান প্রদীপ শিকার করেন দুটি উইকেট।
সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কারও। দলীয় ১৯ রানেই দুই উইকেট হারায় দলটি। তবে এরপর দলের বিপদ সামাল দেন উপুল থারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় থারাঙ্গা আউট হয়ে গেলেও নিরোশান ডিকওয়েলাকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ম্যাথুস। শেষ পর্যন্ত এই দুজনই শ্রীলঙ্কাকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ডিকওয়েলা ২৬ ও ম্যাথুস ২৫ রানে অপরাজিত থাকেন।
দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সুরাঙ্গা লাকমল।
ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পাণ্ড্য একটি করে উইকেট শিকার করেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর (বুধবার), মোহালিতে।
আজকের বাজার: সালি / ১০ ডিসেম্বর ২০১৭