‘ভারতকে মোকাবেলায় ক্ষুদ্রপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে পাকিস্তান’

FILE PHOTO: Pakistan's former Petroleum Minister Shahid Khaqan Abbasi poses for a photo during an interview with Reuters in Jhang, Pakistan July 7, 2017. REUTERS/Drazen Jorgic/File Photo - RTS19NQ9

মেহরাজ মোর্শেদ : ভারতের সেনাবাহিনীর গৃহীত ‘শীতল সূচনা’ বা ‘কোল্ড স্টার্ট’ সমর নীতি মোকাবেলার জন্য ইসলামাবাদ ক্ষুদ্রপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাস।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার অবকাশে কাউন্সিল অন ফরেন রিলেশন্সে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এসময় পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থার নিরাপত্তার ব্যাপারেও কথা বলেন তিনি।

বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, পাকিস্তান কৌশলগত কোনো অস্ত্র মোতায়েন করেনি উল্লেখ করে তিনি আরও বলেন, পাকিস্তানের কৌশলগত পরমাণু সম্পদের জন্য খুবই শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে।

আজকের বাজার : এমএম / ২১ সেপ্টেম্বর ২০১৭