হেডিংলির ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচের সিরিজ স্বাগতিকরা (ইংল্যান্ড) জিতেছে ২-১ ব্যবধানে।
তবে সিরিজ জয় দিয়ে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারত। বিপরীতে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
হেডিংলির ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যান জো রুট পুনরায় সেঞ্চুরি করেন। আগের ম্যাচে শতক হাঁকিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে বসেছিলেন মার্কাস ট্রেসকোথিকের পাশে। ১৩ সেঞ্চুরিতে রেকর্ডটি একার করে নিলেন রুট।
ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা স্কোরে যোগ করতে পারে ২৫৬ রান।
জবাবে রুটের অপরাজিত ১০০ ও অধিনায়ক এউইন মরগানের হার না মান ৮৮ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।
আরএম/