সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে নেপালের ললিতপুরে আনফা কমপ্লেক্সে প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
বাংলাদেশের গোলরক্ষকের দৃঢ়তায় মাত্র ২ গোল করতে পারে ভারত।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের দূর্দান্ত জয় পায় ক্ষুদে টাইগাররা।
আগামী শনিবার (৩ নভেম্বর) দুপুর পৌনে তিনটায় (বাংলাদেশ সময়) সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপে ফাইনালে খেলবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পাকিস্তান ও নেপাল। এই ম্যাচের জয়ী দল শিরোপা জয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।
আজকের বাজার/এমএইচ