ভারতকে হুশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র

ভারতকে কঠোর হুশিয়ারি দিয়ে মার্কিন নেতা ম্যাক থর্নবেরি বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে ভারতকে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।

সম্প্রতি তিনি ভারতের ইকোনমিক টাইমস পত্রিকাকে জানিয়েছে এস-ফোর হান্ড্রেড নিয়ে মার্কিন প্রশাসন এবং কংগ্রেসের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে।

একইসঙ্গে রুশ অস্ত্র কেনার আগে এর পরিণতি কি হতে পারে তা ভেবে দেখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যে কোন দেশ এস-ফোর হান্ড্রেড কিনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জটিল করবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

আজকের বাজার/আরআইএস