অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে রোববার ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৭৮ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং দাপটে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার যাশাসবি জয়সওয়াল। এছাড়া তিলক ভার্মা ৩৮ এবং ধ্রুব জুরেল ২২ রান করেন। ভারতের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে অভিষেক দাস ৯ ওভারে ৪০ রান খরচায় ৩টি, শরিফুল ইসলাম ১০ ওভারে ৩১ রান দিয়ে ২টি, রাকিবুল হাসান ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি এবং তানজিব হাসান সাকিব ৮.২ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
ফানাইলে আসার আগে টুর্নামেন্টে ইতিমধ্যে খেলা পাঁচ ম্যাচে চার জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষের অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অপরদিকে পাঁচ ম্যাচের পাঁচটি জিতে এখনও অপরাজিত ভারত। ফলে টুর্নামেন্টে যে দলের হাতেই ট্রফি উঠুক না কেন, তারা হবে অপরাজিত চ্যাম্পিয়ন।
আজকের বাজার/এমএইচ