ভারতরত্ন লাভ করায় প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’ পদকে সম্মানিত হওয়ার জন্য দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শনিবার সকালে শেখ হাসিনা টেলিফোনে প্রণব মুখার্জিকে অভিনন্দন জানান।

শুক্রবার প্রণব মুখার্জি ছাড়া ‘ভারত রত্ন’ পদকে সম্মানিত হয়েছেন প্রয়াত সমাজকর্মী ও ভারতীয় জনসঙ্ঘের নেতা নানাজী দেশমুখ এবং প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা।

প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ