রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বহু প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ইমরান খান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সমগ্র বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য এই করিডরের দরজা খুলে দেওয়া হবে শীঘ্রই। কারতারপুরের কাজ এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সাধারণের জন্য ৯ নভেম্বর ২০১৯ থেকে খুলে দেওয়া হবে।
তিনি জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন। এছাড়াও এই করিডোরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার।
এই করিডরে যে সকল ভারতীয় তীর্থযাত্রী আসবেন তাঁরা ভিসা ছাড়া আসতে পারবেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই করিডোরটি দুই প্রতিবেশীর মধ্যে প্রথম ভিসা-মুক্ত করিডোরও হবে। শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগে যাতে এই করিডোরের রাস্তা খুলে যায় তা নিয়ে দুই দেশের মধ্যে আগেই উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছিল।
আজকের বাজার/লুৎফর রহমান