৩ ডিসেম্বর গোয়ায় গিয়ে গাঁটছড়া বেঁধেছেন টেলিভিশনের ‘কমেডি কুইন’ ভারতী সিং। দীর্ঘদিনের বন্ধু হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেছেন ভারতী। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
বিয়ের পুল পার্টি থেকে শুরু করে মেহেদি, সাতপাক থেকে যজ্ঞ সবই ভারতের গোয়াতে উদযাপন করেছেন টেলিভিশন তারকা। বিয়ের পর গোয়াতে বেশ কিছুদিন ছুটিও কাটিয়েছিলেন হর্ষ-ভারতী। তবে সেই ছুটি কাটানোকে বোধ হয় হানিমুন বলা যাবে না। কারণ সম্প্রতি বড়দিন ও নিউ ইয়ারকে উপলক্ষ করে নবদম্পতি উড়ে গিয়েছেন দুবাইতে।
হর্ষ ও ভারতী দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাদের হানিমুনের ছবি। ক্যাপশনের লেখা থেকেই অনুমান করা যাচ্ছে, প্রেম জমে উঠেছে মিস্টার অ্যান্ড মিসেস লিম্বাচিয়ার। সান্তার টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি তো ছিলই, কখনও আবার স্ত্রীকে জড়িয়ে সেলফি, এমনকী তাদের ‘লাভি ডাভি’ ছবিও শেয়ার করেছেন হর্ষ।
দুবাইতে কয়েকদিন কাটিয়ে ইউরোপ যাবেন ভারতীরা। স্পেন, বার্সালোনা, ফ্রান্স এবং রোমে বেড়াতে যাবেন তারা। প্রায় এক মাস ধরে চলবে তাদের হানিমুন পর্ব।
আজকের কাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭