সাম্প্রতিক নির্বাচনে দলের ভরাডুবির দায় মাথায় নিয়ে বুধবার ভারতীয় কংগ্রেস পার্টির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধি।
টুইটারে দেয়া এক বার্তায় রাহুল বলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন। কারণ জবাবদিহি ‘আমাদের দলের ভবিষ্যত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ’। খবর ইউএনবি।
তিনি আরও বলেন, দল পুনর্গঠনে প্রয়োজন কঠিন সিদ্ধান্ত। ব্যর্থতার জন্য অনেককে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
‘অন্যদের জবাবদিহি নেয়া কিন্তু দলের সভাপতি হিসেবে আমার নিজের দায় অস্বীকার করা হবে অন্যায়,’ পদত্যাগপত্রে লেখেন রাহুল।
তবে কংগ্রেস এ পদত্যাগ গ্রহণ করবে কিনা তা পরিষ্কার নয়।
দাদি ও বাবা প্রধানমন্ত্রী থাকা রাহুল গত নির্বাচনে কংগ্রেসের ঘাঁটিতেই নিজের আসনে পরাজয় বরণ করেন। তবে তিনি আরেকটি আসন থেকে জয়লাভ করতে সক্ষম হন।
মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলের সভাপতির পদ ছাড়ার কথা বলে আসছিলেন রাহুল।
সংসদের নিম্নকক্ষ লোকসভার ওই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি ৫৪২ আসনের মধ্যে ৩০৩টি দখল করে নিতে সক্ষম হয়। অন্যদিকে, রাহুলের কংগ্রেস ৫২টি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ২২টি আসন লাভ করে।
রাহুল তার পদত্যাগপত্রে দাবি করেন, বিজেপি নির্বাচনে জয়লাভ করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে।
‘২০১৯ সালের নির্বাচনে আমরা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করিনি। বরং, পুরো ভারতীয় রাষ্ট্রযন্ত্র ও বিরোধীদের বিরুদ্ধে পরিচালিত প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে,’ জানিয়ে রাহুল বলেন, ‘এটা এখন পরিষ্কার যে আমাদের এক সময়ের লালিত প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা আর ভারতে বিদ্যমান নেই।’
আজরেক বাজার/এমএইচ