আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপন যোগ্য স্বল্পপাল্লার ওই কুইক রিঅ্যাকশন ক্ষেপণাস্ত্রটি ৩ জুলাই সোমবার ওড়িশা উপকূলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ট্রাক বাহিত একটি ক্যানিস্টার লঞ্চার থেকে সকাল ১১টা ২৫ মিনিটে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির দ্বিতীয় দফায় পরীক্ষা চালানো হলো। এর আগে এবছরের ৪ জুন প্রথম দফায় এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছিলো। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৫ থেকে ৩০ কিলোমিটার।
এদিকে মিসাইলটির দ্বিতীয় দফায় পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হওয়ায় এর প্রস্তুতকারক ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং সহযোগী অন্যান্য সংস্থাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
আজকের বাজার: এমএম/এলকে ৪ জুলাই ২০১৭