পাকিস্তানের ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও নাসিম শাহ ব্রিসবেনে একজন ভারতীয় ট্যাক্সি চালকের গাড়িতে যাত্রা করছিলেন। ক্রিকেটারদের চিনতে পেরে সেই চালক ভাড়া বাবদ টাকা নিতে অস্বীকার করেন। এরপর পাকিস্তানি ক্রিকেটাররা ওই ট্যাক্সি চালককে নিয়ে রাতে এক সঙ্গে ডিনার করেন।
এই তিনজন ছাড়াও ট্যাক্সি চালকের সঙ্গে ডিনার টেবিলে ছিলেন আরও দুই পাকিস্তানি ক্রিকেটার। রেডিও উপস্থাপক অ্যালিসন মিচেল অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসনের কাছে এই ভারতীয় ট্যাক্সি চালকের গল্প করেন। রেডিও উপস্থাপনায় অ্যালিসন জানান, পাঁচ জন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ডিনারের সুযোগ পেয়ে অনেক আনন্দিত ছিলেন সেই চালক।
পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ওই ট্যাক্সি চালক ব্রিসবেনের টিম হোটেল থেকে এক ভারতীয় রেস্তোরাঁতে যান। ট্যাক্সি থেকে নামার সময় তিনি ভাড়ার টাকা নিতে রাজি হননি। ক্রিকেটাররা চালকের এই উদার মানসিকতার মূল্য ফিরিয়ে দিতে তাকে ডিনার টেবিলে আমন্ত্রণ করেন। যে খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আজকের বাজার/আরিফ