ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্সটুডে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে দাবি করেছেন, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ভারতীয় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বলেও এ সময় দাবি করেন তিনি। অবশ্য পাকিস্তানের এ দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ২৮ অক্টোবর ২০১৭