ভারতীয় দলের ইংল্যান্ড সফরসূচী

আগামী বছর ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর। ব্রিটিশদের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি সহ পাঁচটি টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সম্প্রতি সেই সিরিজের সফরসূচী প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড সফর ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ‘দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফরই বিরাটদের আসল চ্যালেঞ্জ’ – বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সিরিজে টানা জয়ের পরও তাই ইংল্যান্ড সফর নিয়ে সাবধানী টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টি সিরিজ

প্রথম ম্যাচ : ৩ জুলাই – ওল্ড ট্র্যাফোর্ড (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টা)
দ্বিতীয় ম্যাচ : ৬ জুলাই – কার্ডিফ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টা)
তৃতীয় ম্যাচ : ৮ জুলাই – ব্রিস্টল ((বাংলাদেশ সময় দুপুর ২:৩০টা)

ওডিআই সিরিজ

প্রথম ম্যাচ : ১২ জুলাই – ট্রেন্ট ব্রিজ (বাংলাদেশ সময় দুপুর ১:০০টা)
দ্বিতীয় ম্যাচ : ১৪ জুলাই – লর্ডস (বাংলাদেশ সময় সকাল ১১:৩০টা)
তৃতীয় ম্যাচ : ১৭ জুলাই – হিডিংলে (বাংলাদেশ সময় দুপুর ১:০০টা)

টেস্ট সিরিজ

প্রথম ম্যাচ : ১-৫ অগস্ট (এজবাস্টন)
দ্বিতীয় ম্যাচ : ৯-১৩ অগস্ট (লর্ডস)
তৃতীয় ম্যাচ : ১৮-২২ অগস্ট (ট্রেন্ট ব্রিজ)
চতুর্থ ম্যাচ : ৩০ অগস্ট-২২ সেপ্টেম্বর (এজিয়াস বোল)
পঞ্চম ম্যাচ : ৭-১১ সেপ্টেম্বর (ওভাল)

সূত্র : জি নিউজ

আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭