মহেন্দ্র সিংহ ধোনি কবে অবসর নেবেন? এ নিয়ে জল্পনার যেন অন্ত নেই। নিউজিল্যান্ডের কাছে হারের ঠিক পরেই ভারত অধিনায়ক বিরাট কোহালিকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘এমএস কি তাঁর অবসর নিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন?’’ কোহালি পরিষ্কার জানিয়ে দেন, তাঁকে বা টিম ম্যানেজমেন্টকে অবসর প্রসঙ্গে একটি কথাও বলেননি ধোনি।
শেষ চারে কিউয়িদের কাছে ভারতের হারের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। এর মধ্যেই খবর, ধোনি যদি নিজে থেকে সরে না যান, তা হলে তিনি যে আর এই ভারতীয় দলে অপরিহার্য নন, তা তাঁকে বুঝিয়ে দেওয়া হবে। দলে জায়গা হারাবেন দুনিয়ার সেরা ‘ফিনিশার’। তাঁকে নিয়ে যে ভারতীয় ক্রিকেটে ঝড় উঠে গিয়েছে, তা কি জানেন ভারতের সব চেয়ে সফল অধিনায়ক?
আজকের বাজার/লুৎফর রহমান