ভারত সরকার আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের সম্পূর্ণভাবে সরিয়ে নিতে প্রতিশ্রুতিবন্ধ। আফগান পরিস্থিতি বিষয়ে সর্ব-দলীয় বৈঠক চলাকালে নেতাদের ব্রিফিংয়ের পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একথা বলেন। খবর পিটিআই’র।
তালেবানের ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান পরিস্থিতি এখনো শান্ত হয়নি। ‘আপনারা ধৈর্য ধরুন, পরিস্থিতি শান্ত হোক।’
গত সপ্তাহে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার পর দেশটির সর্বশেষ পরিস্থিতি বিষয়ে বিফ্রিং চলাকালে জয়শঙ্করের পাশে ছিলেন ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড লিডার অব দি হাউস ইন রাজ্য সভা পিযুষ গোয়াল এবং পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার প্রালহাদ যোশি।
বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে শেয়ার করা তথ্য অনুযায়ী,সরকার দূতাবাস সংশ্লিষ্ট ১৭৫ ব্যক্তি, ভারতের অন্যান্য ২৬৩ নাগরিক, হিন্দু ও শিখসহ ১১২ আফগান নাগরিক, তৃতীয় দেশের ১৫ নাগরিকসহ আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৬৫ জনে।