সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে ভারতের পুঁজিবাজার। দেশটির বোম্বে স্টক এক্সচেঞ্জে আজ বুধবার প্রধান সূচক সেনসেক্স ৩০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সূচকটি সর্বশেষ ৩০ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
একই গতি পেয়েছে নিফটিও। সূচকটি এদিন সর্বশেষ ৯ হাজার ৩৩৬ পয়েন্টে লেনদেন করে। এ যাবতকালের জন্য এটিও সর্বোচ্চ অবস্থানে। আজ লেনদেনের এক পর্যায়ে সূচকটি ৯ হাজার ৩৬২ পয়েন্ট পর্য়ন্ত উঠেছিল।
টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমসসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানায়, ভারতের প্রান্তিক মৌসুমে কোম্পানিগুলোর ইতিবাচক সাড়া, উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা ধীরে ধীরে কমে আসা ও ট্রাম্পের সম্ভাব্য ট্যাক্স সংস্কার ঘোষণা ইস্যুতে আজ লেনদেনের শুরুতেই বাজার ছিল বাজিমাত।
বিশ্লেষকরা বলছেন, আইটি, নির্মাণ ও ব্যাংকসহ সব খাতের শেয়ার এদিন ঘোড়ার দৌড়ের গতিতে ছুটেছে। কোম্পানিগুলো এদিন তাদের সামগ্রিক সফলতা দেখিয়েছে। যে কারণে বাজারে পুরো ইতিবাচক প্রভাব পড়েছে।
লেনদেনের এক পর্যায়ে আজ সেনসেক্স পয়েন্ট ৩০ হাজার ১১০ পয়েন্টে পৌঁছায়।
আজকের বাজার:এলকে/এলকে/২৬এপিল,২০১৭