আকশে বিধ্বস্ত হল ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট MIG-29K। শনিবার MIG-29K ফাইটার জেটটি গোয়ায় বিধ্বস্ত হয়।
সূত্রের খবর, দু’জন পাইলটকেই নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজের জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। MIG-29K হল MiG 29 এর এয়ারক্র্যাফট ভার্সন যা আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফটে ব্যবহৃত হয়য়ে থাকে।
আজকের বাজার/লুৎফর রহমান