ভারতীয় মন্ত্রীসভায় বিতর্কিত নাগরিকত্ব বিল পাস

অবশেষে ব্যাপক আলোচিত ও সমালোচিত সংশোধিত নাগিকত্ব বিল পাস হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে। এ বিলে মুসলিম ছাড়া অন্য ৬টি ধর্মের লোকদের ভারতের নাগরিকত্ব দেয় হবে বলে উল্লেখ করা হলেও মুসলিমদের বিষয়ে কিছু বলা হয়নি।

বুধবার সকালে অনুমোদন পাওয়া বিলটিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে পাড়ি দেয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে বলে উল্লেখ করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া যেসব নাগরিক ২০১৪ সালের ডিসেম্বর পূর্বে ভারতে গেছেন তারাই নাগরিক হওয়ার সুযোগ পাবেন। হিন্দু, খ্রিস্টান, শিক, বৌদ্ধ এবং পার্সিয়ান ধর্মাবলম্বিরা দেশটিতে নাগরিক হওয়ার সুযোগ পাবে এ বিল পাস হওয়ার ফলে।

এ বিলটি মোদি সরকারের গত শাসন আমলে লোকসভায় আটকে গেলেও এবার সামনের সাপ্তাহেই সংসদে তোলা হবে বলে জানা গেছে।

গতকালই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাথনাথ সিং বিজেপি সাংসদদের জানিয়েছিলেন যে জম্মুর বিশেষ সাংবিধানিক অধিকার বা ৩৭০ ধারা বাতিলের পর এ বিলটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মোদি সরকার।

ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বিলটি বাতিলের দাবিতে এরই মধ্যে বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ভারতে চিকিৎসককে ধর্ষণের পর হত্যা নিয়ে বিরাজমান অসন্তুষের মাঝেই এ বিলটি সংসদে উত্থাপন করা হচ্ছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আসে। সবমিলিয়ে এ বিল নিয়েও উত্তপ্ত হতে পারে ভারতের রাজপথ।

আজকের বাজার/এমএইচ