বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারত সরকারের অনুদানে বাংলাদেশের ৫ জেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মিত হবে। প্রতিটি ক্লিনিকের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। সে হিসেবে ৩৬ টি কমিউিনিটি ক্লিনিক নির্মাণের জন্য ভারত সরকার মোট ৯ কোটি টাকা অনুদান দেবে।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
মন্ত্রী বলেন, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় এ ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। ৩৬ ক্লিনিক নির্মাণের জন্য ভারত সরকার ইতোমধ্যে ৪ কোটি ৫০ লাখ টাকা পিপিডির নিকট প্রদান করেছে। নির্মিতব্য কমিউিনিটি ক্লিনিকগুলোর নকশা এবং ক্লিনিকগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় ৫ শতক করে জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
নাসিম বলেন, মানসম্মত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা নিশ্চিতকরণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র, নাজুক ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য তথা জীবনমানের উন্নয়নের লক্ষ্যে দেশে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রকল্প চালু করা হয়েছেন। বর্তমান সরকারের লক্ষ ২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতসহ মানসম্মত স্বাস্থ্যসেবা টেকসই করণের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের কাছে সহজলভ্য করা হবে।
তিনি আরও বলেন, দেশে কমিউিনিটির ক্লিনিক নির্মাণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৮ হাজার। তবে ইতোমধ্যে ১৪ হাজার কমিউিনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে নিরবিচ্ছিন্নভাবে ২৭ রকমের ওষুধ ও অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ক্লিনিকগুলো থেকে নিয়মিতভাবে মাতৃস্বাস্থ্য ও নবজাতক স্বাস্থ্য সেবা, অসুস্থ শিশুর সমন্মিত সেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, ইডিআই ও এআরআই, পুষ্টি শিক্ষা ও অনুপুষ্টি সরবরাহ সহ বেশকিছু কার্যক্রম পরিচালনা করা হয়।
সভায় জানানো হয়, পিপিডির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এইচইডি ক্লিনিকগুলো নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করবে স্বাস্থ্য অধিদপ্তর। তারা মনে করে ক্লিনিকগুলোর নির্মাণ কাজ চলতি বছরের জুন মাস নাগাদ শেষ হবে।
ভারত সরকারের পক্ষে পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এর প্রকল্প প্রধান ড. নজরুল ইসলাম ও বাংলাদেশের পক্ষে প্রকৌশলী মো. আনোয়ার আলী চুক্তিতে সই করেন। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।
আজকের বাজার : এলকে/ ২৮ ডিসেম্বর ২০১৭