প্রাপ্তি কেবল ‘অভিজ্ঞতা’। বাংলাদেশ নারী দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাওয়াটাই যে বেশিরভাগের কাছে সোনার হরিণের মতো। সেখানে তিনি জাতীয় দলের অধিনায়ক। আর অভিজ্ঞতাকেই খুব বড় করে দেখছেন রুমানা আহেমদ। বিশেষ করে বিগ ব্যাশের মতো বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে এই অভিজ্ঞতা অনেক কাজে দেবে বলে মনে করেন এই অল রাউন্ডার।
১০ জানুয়ারি বিগব্যাশের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিটের হয়ে খেলতে যাবেন রুমানা। এর আগেই ভারত সফর করে এসেছেন ‘এ’ দলের নাম নিয়ে। আর ওই সফরটাকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি বলেন ‘বিগব্যাশের আগে এমন একটা সিরিজ, ভারতের মাটিতে খেলতে পারা অনেক বড় ব্যাপার। ওদের বিপক্ষে তিনটা টি-টুয়েন্টি খেলেছি, কিছু স্কোর করেছি। যদিও আমার প্রত্যাশা মতো হয়নি। আসলে অনুশীলন করলেই হয় না। ম্যাচ অনুশীলনের দরকার আছে। যেটা আমাদের অনেক কম। ঠিক এই সময়ে ওদের বিপক্ষে খেলে খুবই উপকৃত হয়েছি। এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় কাজে লাগানোর চেষ্টা করবো।’
‘ভালো দলের বিপক্ষে খেলার সুবিধা হলো অনেক কিছু শেখা যায়। নিজের দোষ-ত্রুটিগুলো সহজে চোখে পড়ে। আমরা অনেক কিছু খুঁজেও পেয়েছি যেখানে আমাদের কাজ করতে হবে।’ শুধু দলের নয়, নিজের ব্যাপারেও ওখানে কিছু উপলব্ধি করেছেন রুমানা, ‘আমার নিজের লক্ষ্য ছিল বোলিং-ব্যাটিং দুই দিকেই ভালো কিছু করা। বোলিংটা মন মতো হয়নি। এটা নিয়ে কাজ করবো। আর ব্যাটিং নিয়েও কিছু কাজ করতে হবে।’
ভারত থেকে গত রোববার রাতে ঢাকায় ফিরেছেন রুমানারা। এখন তার লক্ষ্য বিগ ব্যাশ। তার আগে নিজেকে ঝালাই করার জন্য অনুশীলনে নামবেন তিনি। এক সপ্তাহের বিশ্রাম শেষেই নেমে পড়বেন অস্ট্রেলিয়া জয়ের প্রস্তুতিতে। সেখানে তার সাথে খেলতে যাবেন বিস্ময় লেগ স্পিনার খাদিজা-তুল কুবরাও।
আজকের বাজার: সালি / ১৯ ডিসেম্বর ২০১৭