নোভেল করোনা ভাইরাসের ভয়ঙ্কর প্রভাবে পৃথিবীব্যাপী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ সমস্ত ধরনের ক্রীড়াসূচী। একবছরের জন্য পিছিয়ে গিয়েছে অলিম্পিক, প্যারালিম্পিক কিংবা ইউরো। অন্যান্য খেলার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হয়ে বাইশ গজে কবে বল গড়াবে নিশ্চিত নন কেউই। এমতাবস্থায় কার্যত অনিশ্চিত আগামী অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
সত্যিই প্রতিকূল পরিস্থিতির কারণে যদি কোহলিদের আসন্ন অস্ট্রেলিয়া সফর বাতিল হয়ে যায় তাহলে সেতা হবে ভীষণই হতাশার। জানালেন অস্ট্রেলিয়ার ব্যাটিং সেনসেশন মার্নাস ল্যাবুশেন। আগামী অক্টোবরে টি-২০ সিরিজ দিয়ে শুরু হওয়ার পর চার ম্যাচের টেস্ট সিরিজ এবং সবশেষে ওয়ান-ডে সিরিজ দিয়ে জানুয়ারিতে শেষ হওয়ার কথা যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই। কিন্তু সাম্প্রতিক যা পরিস্থিতি তাতে নিরাপত্তার কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিমান উড়ানে অক্টোবর অবধি নিষেধাজ্ঞা বজায় রাখতেই পারে অস্ত্রেলিয়া সরকার। আর তাহলে ভারতের অস্ট্রেলিয়া সফরের ভবিষ্যতও একপ্রকার অন্ধকার।
অক্টোবরে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পরেই সেদেশে অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। আন্তর্জাতিক সীমানা বন্ধ রাখার বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপ তো অনিশ্চিতই, এমনকি পরবর্তীতে কোহলিদের বিরুদ্ধে অবশিষ্ট সিরিজের ভবিষ্যৎও অথৈ জলে। যদিও দেশে অতিমারী কোভিড-১৯’র বিরুদ্ধে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন টেস্ট ক্রিকেটের ৩ নম্বর ব্যাটসম্যান।
ল্যাবুশেনের কথায়, অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের ক্ষেত্রে দারুণ কাজ করেছে। সেকারণেই দেশে মারণ ভাইরাসের প্রকোপ এই মুহূর্তে কিছুটা কমানো সম্ভব হয়েছে। মৃতের হার দারুণভাবে নিয়ন্ত্রণ করে দেশের স্বাস্থ্যব্যবস্থা দারুণ সাড়া ফেলেছে।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় কোভিড১৯’এ আক্রান্তের সংখ্যা ৭ হাজারের কিছুটা কম। মৃত্যুর সংখ্যা ক্যাঙ্গারুর দেশের একশোরও কম। সেক্ষেত্রে ল্যাবুশেনের কথার সূত্র ধরে অতিমারীর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াই সত্যিও কুর্নিশযোগ্য। আর ল্যাবুশেনের কথায় সরকারের কোভিড১৯’র উপর নিয়ন্ত্রণই ভারতের অস্ট্রেলিয়া সফর অনেকটা নিশ্চিত করতে পারে।