ভারতের উত্তরবঙ্গে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প মঙ্গলবার সকালে আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ কথা জানায়।
সংস্থাটি আরো জানায়, শিলিগুড়ির ৬৪৪ কিলোমিটার পূর্বে স্থানীয় সময় সকাল ৭টা ৭ মিনিটে ১২ ঘন্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১০ কিমি গভীরে। খবর পিটিআই’র।
কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে উত্তরবঙ্গের জলপাইগুঁড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে কম্পন অনুভূত হওয়ায় লোকজন আতঙ্কে বাড়িঘর থেকে বেরিয়ে আসে। সিকিমের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।
ইতোপূর্বে সোমবার রাতে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সিকিমে আঘাত হানে। আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যেও ওই ভূমিকম্প অনুভূত হয়। ভারত-ভুটান সীমান্তের কাছে রাত ৮টা ৪৯ মিনিটে সংঘঠিত হয় ওই ভূমিকম্প।