ভারতের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যানের ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ভারতে গেছেন।

বৃহস্পতিবার (২৪ মে) সকাল ১০টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল (২৫ মে) ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। এসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন।

এছাড়া, সফরকালে প্রফেসর মান্নান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তিনি আগামী ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

রাসেল/