বিশ্বের কোনও শক্তি ভারতের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারেনি। দুই দিনের লাদাখ ও কাশ্মির সফরে গিয়ে এমন মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র।
এসময় তার সঙ্গে ছিলেন ভারতীয় প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। এসময় তিনি সেখানে নিয়োজিত সেনা সদস্যদের সাথেও কথা বলেন
দেখেন ভারতীয় বিমান বাহিনীর জন্য সদ্য ক্রয় করা অ্যাপাচে অ্যাটাক কপ্টারের মহড়া।
এসময় রাজনাথ লাদাখের প্যাংগং লেক সংলগ্ন লুকুং পোস্ট পরিদর্শন করেন। সেখানে যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে আছে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী।