ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় চাইলেন পাকিস্তানের রাজনৈতিক নেতা আলতাফ হুসেন। তিনি মুত্তাহিদা কোয়ামি মুভমেন্টের ফাউন্ডার। বর্তমানে নির্বাসিত হয়ে লন্ডনে থাকেন তিনি। শুধু তিনি নয়, তাঁর সহকর্মীদের জন্যও ভারতে আশ্রয় চেয়েছেন তিনি।
ব্রিটেন থেকে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে সন্ত্রাসমূলক কাজকর্মে অভিযুক্ত হয়েছেন আলতাফ।
২০২০-তে তাঁর শুনানি হওয়ার কথা। পাসপোর্ট কেড়ে নিয়েছে ব্রিটিশ পুলিশ। এই পরিস্থিতিতে আলতাফের বার্তা, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদী অনুমতি দিলে আমি আমার সহকর্মীদের নিয়ে ভারতে আশ্রয় নেব।
তিনি আরও জানিয়েছেন যে তিনি শান্তিপ্রিয় মানুষ। রাজনীতিতে নাক গলানোর কোনও ইচ্ছা তাঁর নেই। মামলার লড়ার জন্য টাকাও নেই তাঁর কাছে।
আজকের বাজার/লুৎফর রহমান