ভারতের কাছে হেরেগেল বাংলাদেশ

সিনিয়র টাইগারদের হাওয়া কি নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়া জুনিয়র টাইগারদের গায়েও লেগেছে? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। তাতে ১৩১ রানের বড় জয় নিয়ে সেমি ফাইনালে উঠে গেছে ভারত। ২৬৬ রানের টার্গেটে ৪২.১ ওভারে ১৩৪ রানেই অল আউট বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফিদের লজ্জার হারের একদিন পর শুক্রবারই কুইন্সটাউনে এমন হার সাইফদের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ১৬ রানে প্রথম উইকেট হারালেও ভারতের অধিনায়ক পৃথ্বি শাওয়ের সাথে তৃতীয় ব্যাটসম্যান শুবমান গিলের ৮৬ রানের জুটি ভাল শুরু এনে দেয়। পৃথ্বি ৪০ রান করে সাজঘরে ফিরে গেলে হার্ভিক দেশাইকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন গিল। দলীয় ১৭৬ রানে ফিরে যান দেশাই। গিলও ৮৬ রান করে ফিরে যান। ৯৪ বলের এই ইনিংসে ছিল ৯টি চার।

২১৫ রানে ভারতের পঞ্চম উইকেটের পতন হয়। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায়। বাঁহাতি অল রাউন্ডার অভিষেক শর্মার ৫০ রানের ইনিংসের বদৌলতে ৪৯.২ ওভারে ২৬৫ রানে অল আউট হয় ভারত। বাঁহাতি পেসার কাজী অনিক ৪৮ রান খরচায় ৩ উইকেট পান। দুই অফস্পিনার নাঈম হাসান ও অধিনায়ক সাইফ হাসান দুইটি করে উইকেট পান।

ব্যাট করত নেমে বাংলাদেশ ২৩ রানে প্রথম উইকেট হারায়। দলীয় ৫৫ রান ফিরে যান সাইফও। এরপরই নামে ধস। মাত্র ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। কোন ব্যাটসম্যানই এদিন দলের হাল ধরার মত কোন ইনিংস খেলননি। শেষপর্যন্ত ১৩৪ রানই করতে পারে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার পিনাক ঘোষ। ১৮ রান খরচায় ৩ উইকেট পান পেসার কমলেশ নাগরকোটি। শিভাম মাভি ও অভিষেক পান ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান গিল।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৬৫ (৪৯.২ ওভার) (শাও ৪০, মানজোত ৯, গিল ৮৬, দেশাই ৩৪, পরাগ ১৫, অভিষেক ৫০, নাগরকোটি ৫, অনুকূল ২, শিভাম ৫, শিভা ৩, পোরেল ০*; হাসান ১/৫৫, রবিউল ১/৩৪, অনিক ৩/৪৮, আফিফ ০/৪৬, নাঈম ২/৩৬, সাইফ ২/৪১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৩৪ (৪২.১ ওভার) (পিনাক ৪৩, নাইম ১২, সাইফ ১২, হৃদয় ৯, আফিফ ১৮, আমিনুল ৩, অঙ্কন ১০, অনিক ০, নাঈম ১১, হাসান ০, রবিউল ১৪*; শিভাম ২/২৭, পোরেল ০/৮, নাগরকোটি ৩/১৮, পরাগ ০/২৫, শিভা ০/২৯, অনুকূল ১/১৪, অভিষেক ২/১১)।

ফলাফল : ভারত ১৩১ রান জয়ী।

ম্যাচসেরা : শুবমান গিল।

আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮