ভারতের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

মুদ্রার অপর পিঠও দেখলো বাংলাদেশের কিশোরীরা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ ফাইনালে এসে আর পারলো না। ভারতের কাছে ১-০ গোলে হেরে ভুটানের থিম্পুতে রেখে এলো কিশোরীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।

শনিবার (১৮ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ভারত প্রতিশোধ নিলো গত ডিসেম্বরে ঢাকায় হারার।

আগের তিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা যেভাবে দাপুটে ফুটবল খেলেছে তা মোটেও চোখে পড়েনি ফাইনালে। বরং শুরু থেকেই মারিয়া-মনিকাদের দেখা গেছে বেশ নার্ভাস। যেন শিরোপা ধরে রাখার চাপটা বেশ পেয়েই বসেছিল তাদেরকে। ফল যা হওয়ার তাই হলো। এই প্রথম টুর্নামেন্টে প্রথম গোল হজম করলো বাংলাদেশ। এক গোলেই হয়ে গেলো সর্বনাশ।

বাংলাদেশ গোল হজম করেছে ৬৬ মিনিটে। কর্নার থেকে বল ধরে গোলমুখে ক্রস ফেলেন সিলকি দেবি। চলন্ত বলে সুনিতা মুন্দের প্লেসিং আশ্রয় নেয় বাংলাদেশের জালে। ঠিক ১০ মিনিট পর ম্যাচে ফেরার সুযোগ এসেছিল লাল-সবুজ জার্সিধারী কিশোরীদের; কিন্তু দুর্ভাগ্য, ৭৬ মিনিটে মনিকা চাকমার দূরপাল্লার শট ফিরে আসে ক্রসবারে লেগে।

আজকের বাজার/এমএইচ