আগামী টি-২০ বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের পদ থেকে সড়ে যাচ্ছেন রবি শাস্ত্রী। তার পরিবর্তে জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতোমধ্যে শ্রীলংকা সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে কোচ হবার প্রস্তাব দেয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন সাবেক এই লংকান ক্রিকেটার।
ভারতের সংবাদমাধ্যম বলছে, মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বিসিসিআই। এ নিয়ে জয়াবর্ধনের সঙ্গে আলোচনাও করেছে বোর্ড। তবে ভারতের কোচ হতে আগ্রহী নন জয়াবর্ধনে। নিজ দেশ শ্রীলংকার কোচ হতে চান তিনি।
জয়াবর্ধনে বলেন, আমি শ্রীলংকা জাতীয় দলের কোচ হতে আগ্রহী। এতে দেশের মধ্যে বেশ কিছু সময় থাকা যাবে। ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এখন বছরের পুরো সময় পরিবার থেকে দূরে থাকতে চাই না। আমি দেশে বা দেশের বাইরে কাজ করতে আগ্রহী। কিন্তু লম্বা সময়ের জন্য নয়। কোচিংয়ের পাশাপাশি পরিবারকেও সময় দিতে চাই। শাস্ত্রীর সরে যাবার খবরে ভারতের কোচ হওয়ার দৌঁড়ে আছেন ভারতের সাবেক দুই খেলোয়াড় অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষণও। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান