ভারতের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে পাকিস্তান। সেইসঙ্গে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথ বন্ধ করে দেওয়া নিয়েও আলোচনা চলছে।
পুলওয়ামা-বালাকোট পর্বের জেরে বেশ কিছু দিন ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল।
এ বার ভারতের জন্য পাক আকাশসীমা পুরোপুরি বন্ধ করার কথা ভাবছেন পাক প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন আজ টুইট করে এ কথা জানিয়েছেন।
পাক মন্ত্রী আরও জানান, শুধু আকাশসীমাই নয়, আফগানিস্তানে বাণিজ্যের জন্য ভারত যাতে পাক স্থলসীমাও ব্যবহার করতে না-পারে, মন্ত্রিসভার বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। এর আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর মন্তব্য, ‘‘নরেন্দ্র মোদী শুরু করেছেন,
আমরা শেষ করব।’’
আজকের বাজার/লুৎফর রহমান