ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ১৩টি আসনে ভোটগ্রহণ চলছে শনিবার সকাল থেকে।
ভোটগ্রহণ শুরুর কয়েক ঘন্টা পরেই গুমলা জেলার বিষ্ণুপুরের একটি সেতু বোমা মেরে উড়িয়ে দেয় মাওবাদীরা। যদিও প্রথম পুলিশ কর্মকর্তা শশী রঞ্জন জানিয়েছেন, হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ভোটদানেও এর কোনও প্রভাব পড়েনি।
উল্লেখ্য, এই প্রথমবার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে কোন মিত্রশক্তি ছাড়াই ভোটে লড়ছে ক্ষমতাসীন বিজেপি। ফলে, কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি দল। জানা গেছে, পাঁচ দফার নির্বাচনের প্রথমটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ জন প্রার্থী।
বিশ্রামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী। লোহরদাগা কেন্দ্র থেকে লড়ছেন প্রতিদ্বন্দ্বী রাজ্য কংগ্রেসের প্রধান রামেশ্বর ওরাওঁ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব। শেষ বেলা তিনটেয়।
২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় ভোট হবে ঝাড়খণ্ডে। ২৩ ডিসেম্বর হবে ভোট গণনা।
আজকের বাজার/লুৎফর রহমান