ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের পিলাখুয়ার সাদিকপুরায় এলাকায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ৬ কিশোর নিহত নিহত হয়েছে। মৃত্যুর সাথে লড়ছে আরও একজন।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, রোববার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ ও সেলিম। তারা ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালের আইসিইউয়ে সংকটজনক অবস্থায় থাকা অপর কিশোরের পরিচয় জানা যায়নি।
প্রতক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, একদল কিশোর বিক্ষিপ্তভাবে রেল লাইন ধরে হাঁটছিল। সবার কানে এয়ারফোন ছিল। ঠিক এসময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেন তাদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ১৪ থেকে ১৬ বছর বয়সী এই কিশোরেরা পেশায় রংমিস্ত্রি । তারা পরস্পরের বন্ধু ছিল।
উল্লেখ্য, কাজ করার জন্য হায়দরাবাদে যেতে তারা সবাই গাজিয়াবাদে যায় ট্রেন ধরতে। কিন্তু ট্রেন মিস করায় তারা মধ্যরাতে পিলাখুয়ার দিকে হেটেঁ ফিরছিল।
আজকের বাজার: আরজেড/আরএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮