ভারতের নয়াদিল্লীতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯

ভারতে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।

বৃহস্পতিবার (১৯ জুলাই) জরুরি সেবা কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানী নয়াদিল্লীর পূর্বাঞ্চলে স্যাটেলাইট সিটি নইডার আবাসিক এলাকায় ছয়তলা বিশিষ্ট পুরানো ভবনটি পাশের আরেকটি নির্মাণাধীন ভবনের ওপর ধসে পড়ে।

এসময় বেশ কয়েকজন আটকা পড়ে।

এর আগে ভবনের নিচ থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়।

দমকল বাহিনীর প্রধান আঞ্চলিক কর্মকর্তা অরুণ কুমার সিংহ এএফপিকে জানায়, গতরাত থেকে এখন পর্যন্ত তারা ৪টি মরদেহ উদ্ধার করেছেন।

আজকের বাজার/একেএ