শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭৭৭ জনে দাঁড়িয়েছে এবং মোট মারা গেছেন ১ হাজার ৬২৯ জন।
বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যটিতে এখনও পর্যন্ত ৫৫ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২০ হাজারের বেশি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দেশটিতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতের সবচেয়ে বেশি সংক্রিমিত হওয়া শহরের মধ্য রয়েছে-দিল্লি, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমেদাবাদ।
সংক্রিমত হার বেশি এসব শহরগুলোতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিমান সেবা বন্ধ রাখতে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক টুইটেও বলা হয়েছে, ‘১৫ আগস্ট পর্যন্ত দিল্লি, মু্ম্বাই, পুনে, চেন্নাই, নাগপুর ও আহমেদাবাদ বিমান পরিষেবা স্থগিত থাকবে’।
এর আগে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোনো যাত্রীবাহী বিমান অবতরণ করবে না বলে জানানো হয়। একই সিদ্ধান্ত ১৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান