ভারতের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে।

নাগপুর মহানগরীর উমরেদ তারুকার কাছে রাষ্ট্রীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার রাতে দ্রুতগামী প্রাইভেট বাসটি একটি কারকে বাম দিক দিয়ে দ্রুত গতিতে ওভারটেক করার সময় রাস্তার পাশে পার্ক করে রাখা ট্রাকে ওপর আছড়ে পড়ে।’

এতে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়। এবং আহতদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ‘নিহতরা সকলেই বাসের যাত্রী ছিল।’

ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান। তথ্যসূত্র-বাসস।

আজকের বাজার/এমএইচ