ভারতের পুঁজিবাজারে নতুন মাইলফলক

নতুন রেকর্ড গড়ে প্রথমবারের মতো ৩৩ হাজারের চৌকাঠ পেরিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ।

২৫ অক্টোবর বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের পাশাপাশি নতুন রেকর্ড করেছে নিফ্‌টি।

এ দিন ৫০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৩,১১৭ অঙ্কে পৌঁছায় শেয়ার বাজারের সূচক।

প্রায় একই সময়ে নিফ্‌টি ছুঁয়ে ফেলে ১০,৩৪০ অঙ্ক।

ভারতের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে চলতি এবং আগামী অর্থবর্ষ মিলিয়ে মোট ২.১১ লক্ষ কোটি রুপি শেয়ার মূলধন জোগানোর কথা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার ওই ঘোষণা দিয়ে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন, ২.১১ লক্ষ কোটি টাকার মধ্যে ১.৩৫ লক্ষ কোটি রুপি আসবে বাজারের বন্ড থেকে। বাকি ৭৬ হাজার কোটি রুপি আসবে বাজেট বরাদ্দ থেকে।

অর্থমন্ত্রীর ঘোষণার পর এ দিন সকাল থেকেই তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারে ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) এর শেয়ারে ২০ শতাংশ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) এর শেয়ার বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ।

সূত্র : আনন্দবাজার

আজকের বাজার : এমএম / ২৫ অক্টোবর ২০১৭