ভারতের পূর্বাঞ্চলে শুক্রবার ঘূর্ণিঝড় ফণী আঘাত হানা শুরু করেছে। এটি সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম। ঝড়টি দেশটির পূর্ব উপকূলের উপর দিয়ে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।ঝড়ের গতি বেড়ে ২০০ কিলোমিটার দাঁড়াতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ একথা জানায়।
আবহাওয়া সংস্থা টুইটার বার্তায় জানায়, ‘স্থানীয় সময় সকাল ৮টায় (গ্রিনিচ মান সময় ০২৩০ টা) ঝড়টি আঘাত হানা শুরু করে। সকাল সাড়ে আটটায় ঘূর্ণিঝড় ফণীর আংশিক স্থলভাগে প্রবেশ করেছে। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে পুরো ঝড়টি স্থলভাগে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।’
এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমেই দুর্বল হয়ে পড়বে।
আগামীকাল সকালের দিকে তা পশ্চিমপবঙ্গে আঘাত হানতে পারে।
ওড়িশা রাজ্য সরকার ইতোমধ্যে উপকূলীয় অঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে। সেনা, নৌ, বিমানবাহিনী, কোস্টগার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।