ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে সংসদে ৭টি বিরোধী দলের আনা অপসারণ (ইমপিচমেন্ট) প্রস্তাবের নোটিশ খারিজ করে দিয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়রম্যান বেঙ্কাইয়া নাইডু।
গত শুক্রবার ৭১ জন বিরোধী সাংসদের আনা ওই ইমপিচমেন্ট নোটিশ গ্রহন করা হচ্ছে না বলে সোমবার জানিয়ে দেন উপরাষ্ট্রপতি।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআইয়ের) বিচারক বি এইচ লয়ার মৃত্যুর তদন্তের দাবি গত বৃহস্পতিবার এক রায়ে খারিজ করে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সে প্রেক্ষাপটেই প্রধান বিচারপতিকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় কংগ্রেসসহ ৭টি বিরোধী দল।
কংগ্রেস ছাড়া অন্য যে ৬টি দলের সাংসদরা নোটিশে সই করেছিল তাদের মধ্যে রয়েছে, শারদ পাওয়ারের দল এনসিপি, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও মুসলিম লিগ।
এস/