লড়াইয়ে চোখের পলক ফেলা যাচ্ছে না ভারতের টেলিকম দুনিয়ায়। প্রতি মুহূর্তে নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে অপারেটরগুলো। ২৬ অক্টোবর বৃহস্পতিবার ফোনের জন্য ৬৯ টাকার প্যাক চালু করেছিল ভোডাফোন। রাত পোহাতেই ২৭ অক্টোবর শুক্রবার ভোডাফোন আবারও নিয়ে এল আরও দুটি নতুন অফার।
৪৯৬ টাকায় ৮৪ দিনের রিচার্জে প্রতিদিন ১ জিবি করে ফোর জি ইন্টারনেট পাওয়া যাবে এই প্ল্যানটিতে। পাশাপাশি ভারতজুড়ে যত খুশি ফোন করা যাবে, সঙ্গে পাওয়া যাবে ফ্রি রোমিং। আরও একটি প্ল্যান এনেছে ভারতের এ অপারেটরটি।
১৭৭ টাকায় ২৮ দিনের রিচার্জের অফারেও পাওয়া যাচ্ছে নানা সুবিধা। ভারতজুড়ে যত খুশি ফোন করতে পারবেন ভোডাফোন গ্রাহকরা। সঙ্গে পাওয়া যাবে মোট ১ জিবি ফোর জি ডাটা। এ অফারটি ভোডাফোনের নতুন গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য। আগে প্রতিদিন ১ জিবি ডাটা সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোডাফোনের সেরা প্ল্যান ছিল ২৮ দিনে ৩৪৮ টাকার রিচার্জ প্ল্যান। এখন ৮৪ দিনে ৪৯৬টাকার প্ল্যানটিই সে জায়গাটা দখল করে নিয়েছে।
সূত্র : আনন্দবাজার
আজকের বাজার : এমএম / ২৯ অক্টোবর ২০১৭