কাল চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরাম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ^কাপ আসর শুরু করতে যাচ্ছে স্বাগতিক ভারত। টুর্নামেন্টের অন্যতম দুই ফেবারিট দলের মধ্যে এটি ১৫০তম ওয়ানডে ম্যাচ।
দুই দলের হেড টু হেড পরিসংখ্যান :
সর্বশেষ ১০ ম্যাচ :
১৯/০১/২০২০ : চেন্নাই, ভারত ৭ উইকেটে জয়ী
২৭/১১/২০২০ : সিডনি, অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী
২৯/১১/২০২০ : সিডনি, অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী
০২/১২/২০২০ : ক্যানবেরা, ভারত ১৩ রানে জয়ী
১৭/০৩/২০২৩ : মুম্বাই, ভারত ৫ উইকেটে জয়ী
১৯/০৩/২০২৩ : বিশাখাপতœম, অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
২২/০৩/২০২৩ : কলকাতা, অস্ট্রেলিয়া ২১ রানে জয়ী
২২/০৯/২০২৩ : মোহালি, ভারত ৫ উইকেটে জয়ী
২৪/০৯/২০২৩ : ইন্দোর, ভারত ৯৯ রানে জয়ী
২৭/০৯/২০২৩ : রাজকোট, অস্ট্রেলিয়া ৫৬ রানে জয়ী
সব মিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া এ পর্যন্ত একে অপরের সাথে ১৪৯ বার মুখোমুখি হয়েছে।
ভারত জয়ী : ৫৬টিতে
অস্ট্রেলিয়া জয়ী : ৮৩টিতে
টাই : ০
পরিত্যক্ত : ১০টি (বাসস/এএফপি)