ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

আগামী শুক্রবার এশিয়া কাপ সুপার ফোর পর্বে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়েখেলবেন না উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। নবজাতক সন্তান এবং পরিবারের সাথে থাকতে  মুশফিকের ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তার স্ত্রী সুস্থতার দিকে আছে। এই অবস্থায় স্ত্রী এবং সন্তানের পাশে তার থাকা প্রয়োজন। আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি এবং ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার জন্য তাকে অনুমতি দেয়ার সিদ্বান্ত নিয়েছি।’

দ্বিতীয়বারের মত বাবা হবার মুহূর্তটিকে  স্মরনীয় করে রাখতে সুপার ফোর পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষ হবার পরদিন দেশে ফিরেন মুশফিক। ভারতের ব্পিক্ষে ম্যাচের আগে কলম্বোতে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো তার। কিন্তু এখন পরিবারের সাথে ঢাকায় থাকবেন তিনি।
সুপার ফোর পর্বে পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলংকার কাছে ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ।
সবার আগে ফাইনাল নিশ্চিত করা ভারতের সাথে এখন সুপার ফোর পর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশ। (বাসস)