আগামী ২ জুলাই ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সে ম্যাচকে ঘিরে নিজেদের সক্ষমতার কথা জানালেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভারত শীর্ষ দলের একটি, তারাও শিরোপার লড়াইয়ে আছে। তাদের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না। তবে আমরা সেরাটা ঢেলে দেব।
সাকিব আরো বলেন, ভারতকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের জয়ের সামর্থ্য আছে। তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে, যারা একাই ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারে। আমি মনে করি আমরাও জয়ের ক্ষমতা রাখি।
বিশ্বসেরা এ অলরাউন্ডার আরো বলেন, ইংল্যান্ডের তিনটি ম্যাচ আছে, তাদের দুটি জিততে হবে। আমাদের দুইটি ম্যাচের দুইটিতে জিততেই হবে। হিসেব করলে সেমিফাইনাল কঠিন। তবে বলা হয়ে থাকে ক্রিকেটে যেকোনো কিছু ঘটতে পারে। আমাদের বিশ্বাস আছে যে, আমরা পরের দুই ম্যাচে ভালো করতে পারব।
আগামী ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা।
আজকের বাজার/এমএইচ