‘ভারতের বিপক্ষে বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও ব্যবহার করতে দেওয়া হবে না’

বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রম পচিালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

দুই দেশের ষষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বি-পাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হলেও নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারত বাংলাদেশকে বিভিন্ন পর্যায়ে সহায়তা প্রদান করবে।

মন্ত্রী বলেন, তারা আমাদের সাথে তথ্য আদান-প্রদান করবে, যাতে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করতে পারি।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, সীমান্ত হত্যা বন্ধ, অস্ত্র, মাদক ও অবৈধ মুদ্রা পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এছাড়া বৈঠকে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়া ও তাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়। ভারতের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনে সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

শুক্রবার বাংলাদেশে তিন দিনের সফরে এসে রাজনাথ সিং বলেন, ভূমি এবং সামুদ্রিক সীমানা শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তরে বাংলাদেশ ও ভারতের মধ্যে “উল্লেখযোগ্য অগ্রগতি” সাধিত হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়টিকে ভারত প্রচুর গুরুত্ব দেয়।

তিন দিনের সফর শেষে আজই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আজকের বাজার/এমএইচ