ভারতের বিপক্ষে ‘ভয়ঙ্কর হার্ডহিটার’ যুক্ত করল অস্ট্রলিয়া

ভারতের বিপক্ষে গত ১৭ ডিসেম্বর ১৪ জনের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াডে সাত বোলার ও সাত ব্যাটসম্যান ছিল। তবে পেসার শন অ্যাবট চোটে পড়ায় তার পরিবর্তে একজন মারমুখী ব্যাটসম্যানকে অজিরা স্কোয়াডে যুক্ত করল।

ভারতীয় সফরে অজিদের সেই হার্ডহিটার হচ্ছেন ডি’আরচি শর্ট। অজি ক্রিকেটে বিগ হিটার হিসেবে পরিচিত তিনি। এখন পর্যন্ত ওয়ানডেতে মাত্র চার ম্যাচ খেলে ৮৩ রান করেছেন ইনি। ২০১৮ সালের নভেম্বরে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেন।

সেবার দল থেকে বাদ পড়ার পরই নভেম্বরে ঘরোয়া লিগে ওয়ানডেতে ২৫৭ রান করে হইচই ফেলেন দেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তবে অজিরা তাকে আর সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত পেসার অ্যাবটের চোটে বাড়তি ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেলেন ২৯ বছর বয়সী এ তারকা।

এতে ১৪ জনের স্কোয়াডে পেসার হিসেবে আছেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন। আর স্পিন বোলিংয়ে লেগি অ্যাডাম জাম্পা ও বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার আছেন দলে। কোহলিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৪ জানুয়ারি মুম্বাইয়ে। সিরিজের পরের দুই ম্যাচ ১৭ ও ১৯ জানুয়ারি রাজকোট ও ব্যাঙ্গালুরুতে।

অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেইনি, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষ), অ্যাশটন টার্নার, প্যাট কামিন্স, ডি’আরচি শর্ট ও অ্যাডাম জাম্পা।

আজকের বাজার/আরিফ