সেঞ্চুরিয়নে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনি। শুন্য রানে ফেরেন রোহিত শর্মা। ভিরাট কোহলি করেছেন এক রান। মানিশ পান্ডে ও এমএস ধোনির ফিফটিতে ১৮৮ রান তোলে টিম ইন্ডিয়া। ৪৮ বলে ৭৮ রান করেন পান্ডে ধোনির ব্যাট থেকে আসে ৫২ রান।
জবাবে দ্রুত ফেরেন দুই প্রোটিয়া ওপেনার। তবে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটিতে দলকে জয়ের পথে নেন ডুমিনি ও ক্লাসেন। তিন রানের ব্যবধানে ক্লাসেন ও মিলার ফিরলেও দলের জয় নিশ্চিত করেন ডুমিনি। ৩০ বলে ৭ ছক্কায় ৬৯ রানের ইনিংসে ম্যাচ সেরা ক্লাসেন।
আরএম/