সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২ রানে জয় পেয়ে ২-০-তে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শনিবার অকল্যান্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৩ রান করে নিউজিরল্যান্ড। এ লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভারত ২৫১ রানে অলআউট হয়ে যায়।
স্বাগতিকদের পক্ষে মার্টিন গাপটিল ৭৯, রস টেইলর ৭৩ ও হেনরি নিকোলাস ৪১ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল তিনটি, শার্দুল ঠাকুর দুটি এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট পান।
পরে জবাব দিতে নেমে সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভার ৩ বলে অলআউট হয়। তাদের পক্ষে জাদেজা ৫৫, শ্রেয়াস আয়ার ৫২ ও নবদ্বীপ সাইনি ৪৫ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে হ্যামিস ব্যানেট, টিম সাউদি, কাইল জেমিসন ও কলিন ডি গ্রান্ডহোম দুটি করে এবং জেমস নিশাম একটি উইকেট নেন।
এর আগে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই হওয়ার পর বুধবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় কিউইরা। টেইলরের অপরাজিত শতকে ভর করে সফরকারীদের তারা হারায় ৪ উইকেটে।
আজকের বাজার/এমএইচ