ভারতের বিহারের বড়সড় মধুচক্রের হদিশ পেল পুলিশ

ভারতের বিহারের কাটিহার এলাকায় বড়সড় মধুচক্রের হদিশ পেল পুলিশ। গোপনে রীতিমত রেড-লাইট এলাকা বানিয়ে চলছিল এই মধুচক্র।

সরেজমিন থেকে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। যার মধ্যে বেশিরভাগই নারী রয়েছে বলে জানা যায়। এমনকি বেশ কয়েকজন কিশোরীও রয়েছে বলে জানা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। কীভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে কার্যত রেডলাইট এড়িয়ে এই ব্যবসা চলছিল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

কাটিহার এলাকায় সন্ধ্যা হলেই লোকজনের আনাগোনা বাড়ছিল। পুলিশের কাছে খবর আসে যে সেখানে পুলিশ-প্রশাসনকে বুড় আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে মধুচক্র। সেই মতো ওই এলাকায় হানা দেয় পুলিশ। হাতেনাতে ৩৩ জনকে আটক করা হয়েছে।

আজকের বাজার/আর আই এস