আইপিএল থেকে বাদ পড়তে পারেন, আর এই ভয়েই নাকি পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা৷ মঙ্গলবার এমনই দাবি করলেন পাক মন্ত্রী ফওয়াদ চৌধুরী৷
ভারত নাকি শ্রীলঙ্কার ক্রিকেটারদের ভয় দেখিয়েছে বলেই মনে করছেন ইমরান খানের মন্ত্রী সভার অন্যতম এই মন্ত্রী৷
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দাবি, পাকিস্তানে গেলে আইপিএল থেকে বাদ পড়তে হবে, ভারতের এমন হুমকিই নাকি শ্রীলঙ্কার ক্রিকেটারদের বেঁকে বসার কারণ।
ফওয়াদ বলেন, ‘আমাকে এক স্পোর্টস কমেন্টেটর বলেছে, ভারত শ্রীলঙ্কার প্লেয়ারদের হুমকি দিয়েছে, তারা যেন পাক সফরে না যায়৷ গেলে আইপিএল থেকে বাদ পড়তে পারে৷ কিন্তু এই ধরনের চক্রান্ত অত্যন্ত নিকৃষ্টমানের৷ খেলার মাঠে এই মনোভাব অত্যন্ন নিম্নমানের৷
পাকিস্তানে মাটিতে শ্রীলঙ্কা সিরিজ হওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর৷ তিনটি ওয়ান ডে ছাড়াও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার ক্রিকেটারদের৷
কিন্তু এক দশক আগের সেই ভহাবয় স্মৃতি আজও টাটকা লঙ্কা ক্রিকেটারদের মনে৷ ২০০৯ সালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের বাইরে জঙ্গি হামলার পর থেকে কোনো টেস্ট খেলুরে দেশ পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হোম ম্যাচের আয়োজন করে পাকিস্তান।
আজকের বাজার/লুৎফর রহমান