ছয় জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের থানে ইউনিটের দ্যা অ্যান্টি-টেরোরিজম স্কেয়াট(এটিএস)। শুক্রবার মুম্বাইয়ের ভিয়ান্দি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তাদের সবার বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে এবং তারা চট্টগ্রাম, নোয়াখালী ও ফরিদপুর জেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিমসহ (এবিটি) বড় জঙ্গী সংগঠনগুলোর কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে এটিএস।
তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনারস অ্যাক্ট ও আইপিসি আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৮ মার্চ পর্যন্ত তাদের রিমান্ড মঞ্জুর করেছে ভারতীয় আদালত।
একেএ/এমআর